
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিলসহ দুইটি ট্রাক এবং পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৫ এপ্রিল ভোরে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় ও ডিবির অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার কুমারগাতি এলাকার সমবায় ট্যাংক লরী ফিলিং স্টেশনের সামনে অবস্থানরত দুইটি ট্রাক থেকে মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: মোঃ আলামিন শেখ (৩৮), মোঃ হৃদয় (২৪), মোঃ হেলাল উদ্দিন (৩৩), মোঃ শরীফ (৩৫) ও মোঃ জাকির (১৯)। তাদের বাড়ি সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। তল্লাশির সময় একটি ট্রাক থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও অন্য ট্রাক থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










