
২৫ এপ্রিল ২০২৫: রাজধানীর উত্তরা খালপাড়া এলাকা থেকে একজন ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মোঃ রিংকু হোসেন (৪৫), পিতা: মৃত নাজির পরামানিক বিশ্বাস। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমারখালীতে ব্যবসায়িক মালামাল সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি তারারটেকের নিজ বাসা থেকে হেঁটে খালপাড়া বাজারের দিকে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরা (পশ্চিম) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সম্ভাব্য স্থানে অনুসন্ধান শুরু হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে।” নিখোঁজ রিংকু হোসেনের ছেলে বলেন, “আমার বাবার সঙ্গে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া আমাদের জন্য অত্যন্ত অস্বাভাবিক ও দুঃখজনক। আমরা প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের কাছে সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।” পরিবারের পক্ষ থেকে তার ছবি সম্বলিত পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা চলছে। যে কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: ০১৭৭২৩৬৮২৫৪ / ০১৭৫২৫৭৫২৮১ নিখোঁজ ব্যক্তির নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রশাসনিক তৎপরতা ও মানবিক সহানুভূতির সমন্বয়ে একটি সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।










