জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নের জন্য এ্যাডভোকেসি সভা
Spread the love

তরিকুল মোল্লা : স্থানীয় সরকারের সাথে জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নে জন্য যুব- নেতৃত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের হলরুমে এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। ইয়ুথ হাব বাগেহোট এর সদস্য সামিয়া সুলতানা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাট এর সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুলতানা, একশান এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর মোঃ নয়ন হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আকন, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জযদেব কুমার হুইসহ বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব নারী পুরুষ এতে অংশগ্রহন করেন।সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জরবায়ুপরিবর্তন বিষয়ে মোট ১২টি খাতে বাজেট বরাদ্দের জন্য আহবান জানান, খাতগুলো হলো, লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও সংস্কারে বাজেট রাখা, জলবায়ু-অভিযোজনমুখী শিক্ষাক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা, পানির সংকট মোকাবেলায় রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম, নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ, গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঘর তৈরিতে অনুদান বা লোন বরাদ্দ, লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ বরাদ্দ, বাজেটে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ, সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবল এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31