
মোঃ মুনাইম হোসেন : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে কলেজ ছাত্রী সাগরিকা ২১ আজ দুপুরে নিজ বাড়ীতে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।পাড়ার শুকুর আলীর মেয়ে দর্শনার সরকারি কলেজের অনার্স ২ য় বর্ষ ছাত্রী সাগরিকা ২১ আজ শুক্রবার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়,এক পর্যায় তার নিজ ঘরে যেয়ে সিলিং ফ্যানের সাথে রশি বেধে আত্মহত্যা করে, বিষয়টি পরিবার টের পেলে ঘরের দরজা ভেঙ্গে। সাগরিকার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জীবননগর থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে যায়, এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।
ভিউ: ২৫০










