
মোঃ রনি রজব ভোলাহাট সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কৃষক বাইদুল ইসলাম সফলভাবে বাস্তবায়ন করেছেন আম-ধান মিশ্র চাষের অভিনব পদ্ধতি। সীমিত জমিতে এই চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করে তিনি দেখিয়েছেন কীভাবে একই জমি থেকে দ্বৈত ফসল তুলে নেওয়া সম্ভব, যা দেশের কৃষিতে হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।
তেঁতুল তলা গ্রামের এই কৃষক তার প্রায় দুই বিঘা জমিতে আম গাছের নিচে গ্রীষ্মকালীন উচ্চফলনশীল ধান চাষ করেছেন। সাধারণত এই জমিগুলো আমগাছের নিচে পতিত অবস্থায় থাকে। কিন্তু বাইদুল ইসলামের উদ্ভাবনী চিন্তা ও শ্রমে সেই জমি এখন হয়ে উঠেছে বহুমুখী উৎপাদনের ক্ষেত্র।
তিনি জানান, মাটির আর্দ্রতা ধরে রেখে সঠিক পরিচর্যার মাধ্যমে ধানের ভালো ফলন পাওয়া যাচ্ছে। এ পদ্ধতিতে আম গাছের জন্য আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, বরং একইসঙ্গে আম ও ধান উভয়েরই উৎপাদন সম্ভব হচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রশংসা করে বলেন, “এটি পরিবেশবান্ধব ও টেকসই কৃষির একটি অনন্য উদাহরণ। বাইদুল ইসলামের এই সাফল্য অন্যান্য কৃষকদেরও অনুপ্রাণিত করবে।” ইতিমধ্যেই অনেক কৃষক এই মিশ্র চাষ পদ্ধতির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। বাইদুল ইসলামের এই উদ্যোগ শুধু তার নিজস্ব সফলতা নয়, বরং এটি হতে পারে দেশের কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা।










