
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী মোঃ পিয়াল মাহমুদ সাদ্দাম (৩২) এর অন্যতম সহযোগী এবং একাধিক মামলার পলাতক আসামি মোঃ শরিফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল ভোর ৫টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আলমডাঙ্গা পশুহাট এলাকা থেকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়। শরিফুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দুইটি মামলা রয়েছে। একটি অস্ত্র আইনে – মামলা নম্বর ১৫, তারিখ ০৮/০৪/২০২৫, ধারা: The Arms Act, 1878; 19A/19(f)। অপরটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে – মামলা নম্বর ১৭, তারিখ ০৮/০৪/২০২৫, ধারা: ৩৯৯/৪০২ পেনাল কোড। দুই মামলাতেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার রাধিকাগঞ্জ গ্রামের বাসিন্দা। পিতার নাম বনি আমিন ও মাতা মৃত রেহেনা খাতুন। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের সহযোগী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।










