রাজশাহীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : রাজশাহী মহানগরীতে ফেইসবুক আইডি পুনরুদ্ধারের কথা বলে এক ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: সুমিত সাখাওয়াত (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুরের মৃত ইশাহাক আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার বাসিন্দা। ঘটনার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ভুক্তভোগী তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে মনে করে পূর্ব পরিচিত সুমিত সাখাওয়াতের সহায়তা চান। সুমিত পরে দেখবেন বলে মোবাইল ফোন রেখে দিতে বলে। তিনি বিশ্বাস করে মোবাইল ফোনটি দিয়ে দেন। পরবর্তীতে সুমিত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ও পারিবারিক ছবিসহ ভিডিও নামিয়ে নেয় এবং ফেইসবুক আইডি পুনরুদ্ধার হয়েছে বলে মোবাইল ফোনটি ফেরত দেন। কিছুদিন পর আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী বিকাশ ও নগদ মিলিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। সর্বশেষ গত ১১ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল সাড়ে ১০টার দিকে আরও ৮০ হাজার টাকা দাবি করে হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি ১৩ এপ্রিল দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে মৌখিকভাবে জানান। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবতীতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল ১৩ এপ্রিল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার অলকার মোড়ে টাকা লেনদেনের সময় আসামি মো: সুমিত সাখাওয়াতকে হাতেনাতে আটক করে। এসময় আসামির কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তার ল্যাপটপে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। এরপর ডিবি পুলিশ আসামির নওদাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31