
ফিলিস্তিনী মুসলমানদের উপর বর্বর ইসরাইলি দখলদারদের হামলা, নির্যাতন, ও নৃশংস গণহত্যার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা আজ ১৬ এপ্রিল বুধবার ভোলা-হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সকল রাজনৈতিক, শেষজাজীবী, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই কর্মসূচিতে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এ সমাবেশ জন সমুদ্রে রূপ নেয় । ইসরাইলী পণ্য বয়কট, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের সহযোগিতা, খাদ্য, পানি সরবরাহ ও বাংলাদেশের মুসলমানদেরকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন, বক্তারা বলেন বর্বর ইসরাইল বর্তমান আধুনিক সভ্য সমাজের জন্য বিষফোঁড়া, আধুনিক বিশ্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সভ্য সমাজের বিষফোঁড়া ইসরাইলকে উপড়ে ফেলাতে জাতিসংঘ ও আরব লীগের ভূমিকা পালন করা উচিত। মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলা আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জমিয়তুল মোদারেসিনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জমিয়তুল মোদারিসীনের জেলা সভাপতি আহমদ উল্লাহ আনসারী, বাংলাদেশ জাতীয় ইমামতি নীতির ভোলা জেলা সভাপতি মাওলানা মিরবেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক, হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ন সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে লক্ষ জনতা ইসরাইলি পণ্য বেচাকেনা বন্ধ বন্ধ, ইসরাইলের বিপক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে ভোলা শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি হাটখোলা জামে মসজিদ চত্বরে এসে সমাপ্ত হয়।










