ভালুকায় যুবকের ম’রদেহ উদ্ধার পরিকল্পিত হ’ত্যার অভিযোগ
Spread the love

আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল ২৫) সকালে পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ড্রাম ট্রাক চালক ছিলেন। নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। শাবাবের বাবা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কারেন্টের কাজের কথা বলে একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031