
মোঃ রনি রজব : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মি.শুওয়েই।এ সময় গোছানো আম বাগান দেখে পছন্দ করেন তিনি। পরে শিবগঞ্জ এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং,শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন। শিবগঞ্জ পৌর এলাকার আম চাষী আহসান হাবিব বলেন, বিকেলে আমার বাগান পরিদর্শন করেন চিনের একজন আমদানিকারক। তিনি বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কোন মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসারন কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জ কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক। তারা আমাদের কাছে আম কিনতে চাই। এভাবে আম রপ্তানি করতে পারলে জেলার অর্থনীতি চাঙ্গা হবে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বিকালে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার মেট্রিক টন আম তারা কিনতে চান।










