ইলিশ বিশ্বের সম্পদ, বাংলাদেশের গর্ব: মৎস্য উপদেষ্টা
Spread the love

ঢাকা অফিসঃ বাংলাদেশে ইলিশ শুধু জনপ্রিয় মাছই নয়, এটি এখন বৈশ্বিক সম্পদ হিসেবে পরিচিত হতে যাচ্ছে। ‘গ্লোবাল ফিস’ হিসেবে ইলিশের গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “যে ১১টি দেশে ইলিশ পাওয়া যায়, তার মধ্যে বাংলাদেশ সবার শীর্ষে। এটি আমাদের একটি মূল্যবান সম্পদ।” বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল, ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’। প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “ইলিশের কৃত্রিম প্রজননে এখনই যাওয়া ঠিক হবে না। আমাদের অভিজ্ঞতা বলে, প্রাণিসম্পদে কৃত্রিম প্রজনন আশানুরূপ ফল দেয়নি। ইলিশ প্রকৃতির সন্তান, একে প্রাকৃতিকভাবেই বাঁচিয়ে রাখতে হবে।” তিনি আরও বলেন, ইলিশ মৌসুমে ১ বিলিয়ন ডলারের বেশি রপ্তানির সম্ভাবনা রয়েছে। “তবে আগে দেশের মানুষের ইলিশ খাওয়া নিশ্চিত করতে হবে। বৈদেশিক মুদ্রা আনার আগে দেশীয় চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ।” জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রসঙ্গে তিনি বলেন, “লবণাক্ততা বেড়ে যাওয়া ও বৃষ্টিপাতের অভাব ইলিশের প্রজননে বড় বাধা। গবেষকদের এ বিষয়ে আরও কাজ করতে হবে।”পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যারা এখন পান্তা-ইলিশ খাচ্ছেন, তারা মূলত জাটকা খাচ্ছেন। জাটকা আর পূর্ণাঙ্গ ইলিশ এক নয়—এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।” জেলেদের নিরাপত্তা ও সহায়তা নিয়ে উপদেষ্টা বলেন, “জেলেরা যখন নদীতে যায়, তখন দস্যুরা হামলা চালায়। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া সরকার যে মানবিক সহায়তা দেয়, তা যেন প্রকৃত জেলেরা পায় তা নিশ্চিত করতে হবে।” কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. ইয়ামিন চৌধুরী ও মৎস্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31