
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘‘আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের একাত্মতা ও ঐক্যের এক সুন্দর উদাহরণ। জামায়াতের রাজনীতির মূল শক্তি আমাদের সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও পরস্পর সহমর্মিতা। আমি বিশ্বাস করি, এই ঐক্যবদ্ধতা আমাদের দলের শক্তিকে আরো বৃদ্ধি করবে এবং জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম হবে।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা সকলেই জানি, জামায়াত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সমাজে শান্তি, সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা। সেই উদ্দেশ্য থেকেই আমাদের সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। শিবিরের সাবেক নেতৃত্বের একত্রিত হওয়ার এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জামায়াতের প্রতি মানুষের আস্থা আরো দৃঢ় হবে।’’
এছাড়া, তিনি চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও সমাজকল্যাণে জামায়াতের ভূমিকার ওপরও আলোচনা করেন এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।










