জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করেন ফ্রান্স আওয়ামীলীগ
Spread the love

রাসেদ বিল্লাহ চিশতী : ফ্রান্স আওয়ামীলীগের উদ্যেগে মহান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ মার্চ ২০২৫ইং) বুধবার ফ্রান্স আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেত্রী শেখ হাসিনার পরিক্ষিত সৈনিক ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এম এ কাসেম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান। ফ্রান্স আওয়ামীলীগের উদ্যেগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জননেত্রী শেখ হাসিনার পরিক্ষিত সৈনিক ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এম এ কাসেম।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সর্বস্তরের জনগণকে, যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান বলেন, ধানমন্ডি ৩২ নম্বর। এটি বাঙালির কাছে শুধু একটি নম্বর নয়, একটি ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধুর অবয়ব। আজকের ২৬ মার্চের বাঙালী জাতির স্বাধীনতার ঘোষণা ধানমন্ডি ৩২ নম্বর থেকেই সুত্রপাত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের ইতিহাস রচিত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর থেকে। পাকিস্তানের প্রেতাত্মারা ৫ ফেব্রুয়ারি এক্সকাভেটরের মাধ্যমে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি ধ্বংসের মধ্যে দিয়ে বাঙালী জাতির মহান স্বাধীনতা নস্যাৎ করে ফেলেছে। শেখ হাসিনার সৈনিকেরা মহান স্বাধীনতা রক্ষায় আবারও যুদ্ধ করতে হবে বলে তিনি তার বক্তব্য সমাপ্তি করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31