
আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার, আসরের নামাজের পর ফরিদপুর স্কুলপাড়া ঈদগাহ ময়দানে এ আয়োজন করা হয়। কৃষক, শ্রমিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, “রমজান আমাদের কুরআনের শিক্ষা গ্রহণের সুযোগ দেয়। এই শিক্ষাকে আমরা যদি বাকি ১১ মাসে কাজে লাগাতে পারি, তবে সমাজে ন্যায় ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। যুবকদের সঠিক দিকনির্দেশনা দিতে না পারলে সমাজে স্থিতিশীলতা আসবে না। ভালো ইট দিয়ে যেমন মজবুত দালান তৈরি হয়, তেমনি কুরআনের সংস্পর্শে আসলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব।”
আলমডাঙ্গার ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন এবং সাবেক ইউনিয়ন সভাপতি জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি হাসান কবির, ফরিদপুর ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আহসান হাবীব, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমীন।










