
মোঃ সোহাগ আলী : তারিখঃ ২৫/০৫/২০২৫ ইং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। বিশেষ করে বিকেলের পর থেকে ভিড় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। রাজধানীর নিউমার্কেটে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। সকাল থেকেই প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। তবে ক্রেতারা বলছেন, দামের ঊর্ধ্বগতির কারণে অনেকেরই কেনাকাটা সীমিত হয়ে যাচ্ছে। কথা হয় মোঃ রফিকুল ইসলাম সাহেবের সাথে, তিনি এসেছেন মোহাম্মদপুর থেকে, তিনি পেশায় একজন ব্যাংকার, তিনি বলেন- আমরা পরিবার নিয়ে এসেছি ঈদের কেনাকাটা করতে, দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক কিনছি। কথা হয় আরেক ক্রেতা মোছাঃ বিউটি খাতুনের সাথে তিনি একজন গৃহীনি তিনি বলন- বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে এসেছি, গতবারের তুলনায় অনেক কিছুই বেশি দামে বিক্রি হচ্ছে। তবুও ঈদ তো বছরে একবার আসে, তাই যা পারছি কিনছি। তিনি আরো বলেন- অনেক ভিড়, তবে কালেকশন ভালো লাগছে। অন্যদিকে বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বিক্রি ভালো হচ্ছে, ক্রেতাদের চাহিদা বেশি থাকায় অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখছি। গত বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো, তবে দাম কিছুটা বেড়েছে। একজন ফুটপথের বিক্রেতা বলেন- বড় দোকানগুলোর তুলনায় আমাদের বিক্রি কম। তবে ঈদের তিন-চার দিন আগে থেকে ভালো বিক্রি হবে বলে আশা করছি। দেশি ও বিদেশি থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি ব্র্যান্ডের জুতা, কসমেটিকস, শিশুদের পোশাক ও গহনাসহ— সব ধরনের পণ্যের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এস আই মোঃ রোকনুজ্জামান বলেন- ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতা বিক্রেতারা যাতে নিরাপদে বেচাকেনা করতে পারেন এবং কোন অপৃতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সদা সতর্ক অবস্থানে আছি। সবমিলিয়ে বলা যায় ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন, আর ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।










