
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪শে মার্চ, সোমবার, বাদ আসর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
ইউনিয়ন আমীর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. আলতাফ হোসাইন, শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, মো. দারুসসালাম। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভা সেক্রেটারি মোস্তফা কামাল, জি এ সাংগঠনিক থানার নায়েবে আমীর মো. মনির উদ্দীন, কর্ম পরিষদ সদস্য মো. ফরিদ উদ্দিনসহ বাড়াদী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
“ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিকিয়ে দেওয়াকে দেশপ্রেমিক জনগণ রুখে দেবে। বাংলাদেশ আর কারো গোলামী মেনে নেবে না। বাংলাদেশকে বিশ্বের মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
বিশেষ অতিথির বক্তব্যে মো. আলতাফ হোসাইন বলেন,
“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু বলেন,
“দেশের মানুষের জান-মালের নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত সর্বদা সচেষ্ট। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
মো. দারুসসালাম বলেন, “দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা জরুরি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জামায়াত এ লক্ষ্য অর্জনে কাজ করে যাবে।” অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।










