
সাগর আহমেদ জজ : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: রাজিব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম তালুকদার আনার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ,যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন শেখ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: রাজিব হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী খান সাংগঠনিক সম্পাদক মো: রোকন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু শামীম, দপ্তর সম্পাদক আ: ওয়াহাব খান প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক একে এম মনোয়ার হাছান মাসুম এর সঞ্চালনায় ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক, সাংবাদিক, বিশিষ্টজন ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। শেষে ইফতারের পূর্ব সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।










