স্বাধীননতার ৫৪ বছরে বাংলাদেশের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি
Spread the love

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান বলেন, স্বাধীননতার ৫৪ বছরে বাংলাদেশের উন্নতির অবনতি হয়েছে বেশি। বিগত সরকারের আমলে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবখানেই দূর্নীতির আগ্রাসন চলেছে। তাই বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। রবিবার (২৩ মার্চ) ভোলাহাট উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১-২ও ৩ ওয়ার্ডের আয়োজনে আলালপুর দারুসুন্না দাখিল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রাধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তোজাম্মুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ বলেন, এক লুটেরার দল গেলেও তাদের পেতাত্তারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। চাঁদাবাজি দখলদারি এখনো কমে নি। এ সব জনগণকে রুখতে হবে। সেই সাথে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের দয়া ও আর্থিক সহযোগিতা করার আহবান করেন।আর ও বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা আমীর মাওঃ মোঃ শামসুজ্জামান আলকাশ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাও ক্বারী মোঃ আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন আমির মাও মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা সহ অন্যান্যরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31