
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে আজ (২৩ মার্চ) রবিবার বেলা তিনটায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি মাওলানা আশরাফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি উপস্থিত ইমাম ও খতিবদের উদ্দেশ্যে বলেন, “মসজিদের নেতৃত্বের পাশাপাশি সমাজেরও নেতৃত্ব দিতে হবে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে এবং ছোট-বড় সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। সমাজ পরিচালনার যোগ্যতা ও দক্ষতা অর্জন করা জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, পৌর শাখার জামায়াতের সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, আলমডাঙ্গা পৌর উলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাফায়েতুল ইসলাম, প্রভাষক আব্দুর রহমান, মোশাররফ হোসেন, প্রভাষক মাওলানা আব্দুল লতিফ, শাহিন সাঈদ, মাওলানা আবুল বাশার, মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা ইসমাইল হোসেনসহ পৌর শাখার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিববৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর শাখার মসজিদ মিশনের সভাপতি মোশাররফ হোসেন। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।










