আলমডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে জমজমাট ঈদ বাজার: ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা তুঙ্গে
Spread the love

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গার বাজারে শুরু হয়েছে ঈদের কেনাকাটার ধুম। ২০শে মার্চ বৃহস্পতিবার

শহরের প্রধান বিপণিবিতান, রাস্তার পাশের অস্থায়ী দোকান এবং হাটবাজারে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বাজারগুলোতে ভিড় বাড়ছে। বাজার ঘুরে দেখা যায়, নতুন পোশাক, জুতা, কসমেটিকস, গহনা ও খাদ্যপণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। গার্মেন্টস মালিক সমিতি সভাপতি বলেন, “রমজানের শেষের দিকে ভিড় আরও বাড়বে। এবার নতুন ডিজাইনের পোশাক বেশি চলছে।” অন্যদিকে, সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দের জন্য কিনতেই হচ্ছে। এক ক্রেতা বলেন, “বাচ্চাদের আবদার মেটাতে গিয়ে খরচ বাড়ছে, তবে ঈদের খুশির জন্য এটা স্বাভাবিক।” পাশাপাশি, বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। ব্যস্ততা ও উৎসবের আমেজে আলমডাঙ্গার বাজারগুলো এখন মুখরিত। ব্যবসায়ীরা আশা করছেন, সামনের দিনগুলোতে কেনাকাটার আরও গতি আসবে, আর ঈদের বাজার হবে আরও জমজমাট।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31