নওগাঁ ডাকাতির প্রস্তুতি গ্রামবাসী ও পুলিশের ধাওয়া অতঃপর ট্রাক উল্টে ১ জন নি’হ’ত ২ জন আ’হ’ত
Spread the love

উজ্জ্বল কুমার : নওগাঁয় ডাকাতী করে পালিয়ে যাওয়ার সময় মহাদেবপুর থানা পুলিশ ও চৌমাশিয়া-নওহাটা ফাঁড়ি পুলিশের ধাওয়ায় ডাকাতবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে একজন ডাকাতের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দু’জন ডাকাত। পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত ও আহতের ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর ৪ টারদিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর নামক এলাকায়। এরপূর্বে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতী করে পালিয়ে যাবার সময় মহাদেবপুর থানা ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ডাকাতবাহী ট্রাকের পিছু নেয়। এমনকি রাত সারে ৩টারদিকে চৌমাশিয়া বাজারে সড়কের উপর পুলিশ বালুবাহী ট্রাকদিয়ে বেরিকেট দিলে ডাকাতবাহী ট্রাকটি সেই বেরিকেট পারিদিতে গিয়ে একটি বিদ্যুতের পোল ভেঙ্গে ও ফুটপাতে থাকা ৪ দোকানের উপর দিয়ে ট্রাকনিয়ে দ্রুত গতিতে নওগাঁর দিকে পালাতে থাকে। এসময় তাদের পিছু নেয় মহাদেবপুর থানা পুলিশ পাশাপাশি নওগাঁ সদর মডেল থানা পুলিশ সহ জেলা পুলিশের কর্মকর্তা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পুলিশের তারার মুখে দ্রুত গতীতে পালাতে গিয়ে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর নামক এলাকায় ডাকাতবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ডাকাত নিহত হয়। এছাড়া দু’জন ডাতাত আহত হয়। আহত দু’জন ডাকাতকে পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। নিহত ডাকাতের নাম পরিচয় সংবাদ সংগ্রহকালে নিশ্চিত হওয়া যায়নি। তবে আহত দু’জন ডাকাতের নাম হলো, মাছুম (৩২) ও রুবেল (৩১)। তারা দু’জন পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের আর,এম,ও ডাক্তার আবুজার গাফফার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতীর চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এখবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ, নওহাটামোড় ফাঁড়ি পুলিশ এবং নওগাঁ সদর মডেল থানা পুলিশ ডাকাতদের বহনকারী ট্রাকটিকে ধাওয়া করে এবং চৌমাশিয়া বাজার সহ ৬টি স্থানে বেরিকেট দেয়। কিন্তু ডাকাতবাহী ট্রাকটি সব বেরিকেট ভেঙ্গে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় পৌছার পরই নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় ৩ জন ডাকাতকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়া মাত্রই মহাদেবপুর ও নওগাঁ সদর থানা ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ যৌথ অভিযানে নামেন। অভিযানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাও অংশ নেয়।হতাহতদের নাম পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত ভাবে জানা যায়নি। তারা কৌশল হিসেবে একে অপরকে চিনিনা বলছিল। আহত দু’জন ডাকাত কে পুলিশি হেফাজতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা চলছে এছাড়া নিহত ডাকাতের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, যেহতু ডাকাতীর ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায় এজন্য মহাদেবপুর থানাতেই মামলা হবে। তিনি আরো বলেন, যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31