
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ)বিকেলে কসবা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের (সাবেক) সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী ইফতার মাহফিলে শুধু দলের নেতা কর্মীদের নয়। সর্বস্তরের জনগনকে সম্পৃক্ত করতে হবে। দেশের জনগণই বিএনপি শক্তি,তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামালসহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।










