
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনয়ন নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ।
মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর আলমডাঙ্গা উপজেলা মুক্ত মঞ্চে আলমডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান
দোয়া মাহফিলে মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, “দলের মনোনয়ন নিয়ে কিছু মহল ভিত্তিহীন তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া কেন্দ্রীয় নেতৃত্ব সর্বসম্মতভাবে গ্রহণ করে, এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “দলের ঐক্য বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা প্রস্তুত। বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টুর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন জোয়াদ্দার
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রোকন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন
জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবিব সেলিম
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোমিনুর রহমান মোমিন
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আমানুল্লাহ আমান
আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন
সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ভাংগবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইকরামুল হক ইকরা
জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মিলন আলী
সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ
সদস্য সচিব রাসেল আহমেদ
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা,আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ছালাম বিপ্লব
আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ
আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল আলম কনক
দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। তার সুচিকিৎসার জন্য সরকারের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দলের স্বার্থে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তৃণমূল নেতারা।
বিশেষ মোনাজাত
অনুষ্ঠান শেষে দেশমাতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।










