নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ আপত্তি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর কর্তৃপক্ষকে লিখিতভাবে আপত্তির বিষয়টি জানিয়েছেন সমিতির নেতারা। চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী লিখিত আপত্তিতে জানা গেছে ১৯৭৭ সাল থেকে জেলা শহরের নিউ মার্কেট বাজারে খুচরা মাছের ব্যবসা করে আসছে। মাছ বাজারটির দক্ষিণে রয়েছে গরু-খাসির মাংসের বাজার, কাঁচা সবজি বাজার, মুদি পণ্যের দোকান। ভোক্তা খুব সহজেই মাছ সহ নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারছিলেন। কিন্তু সম্প্রীতি খুচরা মাছ ব্যবসায়ীরা জানতে পারে নিউ মার্কেটের বর্তমান মাছ বাজার টি জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ের পানির টাংকির মাঠে স্থানান্তর করা হচ্ছে। এমনটি হলে নিউ মার্কেটের শতাধিক খুচরা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুকুল রহমান জানিয়েছেন জেলার ভোক্তাদের জীবনযাত্রার সুবিধার্থে মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানানো হয়েছে। মাছ বাজার স্থানান্তর করা হলে মহা বিপদে পড়েবেন ভোক্তারা। তিনি আরও বলেন নিউ মার্কেটে একজন ভোক্তা কাঁচা সবজি ও মুদি সামগ্রী সহজেই ক্রয় করতে পারছিলেন। তবে মাছ বাজারটি স্থানান্তরিত হলে মাছ কিনতে যেতে হবে প্রায় ১ কিলোমিটার। ফলে ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। যে স্থানে মাছ বাজার করা হচ্ছে সেটি জনবহুল এলাকা নয়। বর্তমান নিউ মার্কেটের মাছ বাজারটি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। এ মাছ বাজার স্থানান্তর হলে ক্ষতিগ্রস্ত হবেন খুচরা ব্যবসায়ীরা। এ ব্যাপারে চাঁপাইবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, জেলা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি মাছ বাজারটির কারনে সাধারণ মানুষসহ অফিস আদালতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছিল। এ ব্যস্ত এলাকা থেকে মাছ বাজারটি আউটসাইডে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এতদিনে বাস্তবায়নের প্রক্রিয়ায় শেষ হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি। যে স্থানে কাজ শুরু হবে সেখানে বেশ কিছু সরকারি গাছ রয়েছে। গাছ গুলো কেটে ফেলার জন্য গভমেন্টের কাছে চিঠি দেয়া হয়েছে এপ্রুভ আসলেই নির্মাণ কাজ শুরু করা হবে। উক্ত মাছ বাজারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31