
মোঃ রনি রজব : ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া স্পেশাল ভিজিএফের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই শুরু করছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।সোমবার (১৭মার্চ)তিনি রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলোপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সহকারি প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনায়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা কমেটির যুগ্ম আহ্বায়ক রাসেল আলী সহ অন্যরা।উপস্থিত ইউএনও নিশাত আনজুমান জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তালিকা যাচাই -বাছাই করা হবে।এ কাজে তিনজন সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকবেন। তিনি আরো জানান,যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪৬২১ টি স্পেশাল ভিজিএফের কাঠ বরাদ্দ করা হয়।










