
ভিক্টর বিশ্বাস চিতা : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬’মার্চ রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, শিক্ষক প্রতিনিধি অনিরুদ্ধ বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ নাজমুস সালেহীন, এবং একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। জানা যায়, বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের নিমিত্তে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রার্থীর তালিকা জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তিন জনের নাম জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে তিন জনের নাম যশোর বোর্ডে প্রেরণ করেন। সভাপতি পদে তিনজনই বিএনপির কর্মী। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করায় যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে চুড়ান্ত অনুমোদন দেন। এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, যশোর বোর্ডের অনুমতি ক্রমে প্রথম সভা অনুষ্ঠিত হয়।










