
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) গভীর রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ গোলাম সরোয়ার রনি (৩৫), পিতা- মৃত মোজাফফর হোসেন, সাং- গোকুলখালী, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। তিনি আলমডাঙ্গা থানার মামলা নং-০১, তারিখ ০১/০৩/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার এজাহারভুক্ত আসামি।
২. মোঃ মকবুল হোসেন (৪৮), পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- মোছাঃ রাবেয়া খাতুন, সাং- বকশিপুর (ঈদগাহ পাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। তিনি আলমডাঙ্গা থানার মামলা নং-২০, তারিখ ২৯/০১/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার এজাহারভুক্ত আসামি।আলমডাঙ্গা থানার ওসি মোঃ মাসুদুর রহমান জানান, “গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। ডাকাতি মামলার তদন্তের স্বার্থে তাদের রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।










