
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যের ডাক যুব সংগঠন। ১৪ই মার্চ (শুক্রবার) বিকেল ৫টা ৪৫ মিনিটে সংগঠনটির পক্ষ থেকে আল তায়েবা মোড়, উপজেলা গেট ও রেল স্টেশন এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শামীম রেজার নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এছাড়া সংগঠনের সভাপতি শাজাহান রাজ, সেক্রেটারি জীবন আহাম্মেদ ও অর্থ সম্পাদক আশরাফুল আলমের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য গোলাম মোস্তফা, হিরা, আলাম হোসেন, সুমন, দেলোয়ার হোসেন, সজীব ও ফিরোজ আহাম্মেদ। ঐক্যের ডাক যুব সংগঠন সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর রমজান মাসে ইফতার বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করা হবে।










