বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কয়রা উপজেলার বিভিন্ন স্থানে এক বিশাল জনসংযোগ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য এবং ফ্যাসিবাদমুক্ত তারুণ্যের কয়রা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শোভাযাত্রার সূচনা হয় কয়রা উপজেলা সদরের মধুরমোড় থেকে, এবং এটি কাটকাটা, বেদকাশি সহ উপজেলার প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা ও জনসংযোগের মাধ্যমে চলতে থাকে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে ও আশিকুল ইসলাম জীবন এবং ইমদাদুল হক টিটু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারাবরণকারী ছাত্র নেতা এবং বৈঃছাঃআঃ খুলনা জেলার যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, যুগ্ন সদস্য সচিব শাহিন আলম, সহকারী মুখপাত্র হাফিজুল ইসলাম হাফিজ, এবং কার্যকরী সদস্য খায়রুল ইসলাম সুমন। এছাড়া, উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতছিলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদি হাসান, সুলতান সালাউদ্দিন, এবং সিনিয়র একটিভিস্ট দেব্রত দেবু ও রিয়াজ। এদিনের জনসংযোগে উপজেলার বিভিন্ন প্রান্তে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা হয়, এবং তাদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। জেলা যুগ্ন আহবায়ক মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “এই আন্দোলন শুধু কয়রা নয়, বরং সমগ্র দেশের তারুণ্যকে জাগ্রত করবে, এবং ফ্যাসিবাদমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে।”

যুগ্ন আহবায়ক,মহরম হাসান মাহিম তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো কয়রা উপজেলাকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা, যেখানে আমাদের যুবসমাজ নিজেদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমরা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে চাই, যাতে কয়রা বাসী নিরাপদে এবং সুষ্ঠু পরিবেশে জীবনযাপন করতে পারে। এই আন্দোলনের মাধ্যমে আমরা স্থানীয় দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি, এবং ফ্যাসিবাদমুক্ত কয়রা গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব তার বক্তব্যে বলেন, “আমরা একটি তারুণ্য নির্ভরশীল, ফ্যাসিবাদমুক্ত ও মাদকমুক্ত কয়রা গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো, সকল প্রকার বৈষম্য, অমীমাংসিত সমস্যা, এবং অন্যায় শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আজকের এই শোভাযাত্রা এবং জনসংযোগ কেবলমাত্র একটি প্রথম পদক্ষেপ, আমরা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী এবং বিস্তৃত করব, যাতে দেশজুড়ে একটি সুস্থ ও সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করা যায়।” আয়োজনটি সফলভাবে শেষ হওয়ার পর, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে একত্রিত থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31