ভোলাহাট এ জমিজমা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করলেন প্রতিবন্ধী আব্দুল রাকিব
Spread the love

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ধরনা দিয়েও কোন সুরাহা পাইনি প্রতিবন্ধী আব্দুল রাকিব। সংশ্লিষ্ট প্রশাসনের বিচার চেয়ে ব্যর্থ হয়ে (১৩মার্চ ‘২০২৫)বেলা সাড়ে ১১টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী আব্দুল রাকিব।লিখিত বক্তব্যে থানায় অভিযোগ পাঠালে তিনি প্রতিবন্ধী আব্দুল রাকিব বলেন, আমি মোঃ আব্দুল রাকিব (৬২)পিতা :মৃত লাল মোহাম্মদ, গ্রাম ধরমপুর ভোলাহাটে স্থায়ী বাসিন্দা। আমার জমি ধরমপুর মজার জেএল নং-১৫,খতিয়ান নং -আরএস ৪০৮ও ৬১৬/৭৫৫,জমির পরিমাণ ১৩০০ একরের মধ্যে ৩১২২ একর আমার রেকর্ডিয় সম্পত্তি।এমন অবস্থায় আমি বেকায়দায় পড়ে চিৎকার আরম্ভ করি।সে সময় কিছু স্থানীয় জনতা ঘটনা স্থলে এসে ঘটনার পরিবেশ শান্ত করে। পরে সেলিম ও তার দলবলের উপস্থিত জনতার সামনেই বিবাদী ও তার সাথের লোকেরা বলে, আমার নামে ঐ জমি রেজিষ্ট্রি না দিলে প্রাণে শেষ করে ফেলবো বলে প্রাণ নাসের হুমকি নানা ভয়ভীতি প্রদান করে ঘটনাস্থাল ত্যাগ করে।এ ব্যাপারে বিবাদী সেলিম রেজার যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার বিরুদ্ধে আনিত থানায় দ্বায়েরকৃত অভিযোগটির ঘটনা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর পায়তারা করা হয়েছে। মূলত :জমিটির সকল মুল কাগজ পত্র আমর কাছে রয়েছে। আব্দুল রাকিবের কাছে কাগজ থাকলেও জমির পরিমাণের মিসটেকের ব্যাপার রয়েছে বলে তিনি জানান। ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন সুরাহা না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন প্রতিবন্ধী আব্দুল রাকিব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31