
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে নতিডাঙ্গা ১নং ওয়ার্ডে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বারাদি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুকর আলী বিশ্বাসের সঞ্চালনায় এ দোয়া মাহফিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তিই দেশের জনগণের চাওয়া।” তাঁরা আরও বলেন, “সরকার গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে দমন করতে চাইলেও জনগণ বিএনপির সঙ্গেই রয়েছে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।










