
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় জেহালা ইউনিয়ন ফুটবল মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জামান মিল্টন। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এবং প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করছি।” প্রধান বক্তা মো. আমিনুল হক রোকন বলেন, “বিএনপির প্রতিটি কর্মী একতাবদ্ধ থাকলে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।” ইফতারের আগে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ সময় নেতাকর্মীরা দলের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।










