দুর্গাপুরে সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Spread the love

মোরশেদ আলম : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। বৃহস্পতিবার (৬ মার্চ)সকাল ১১টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলের আন্তর্জাতিক সংগীত, পরে দুর্গাপুর শহরে এক বিশাল লাল পতাকার মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত বিশ্ব গঠন এবং বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, তারা সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। আলোচনা সভার আগে একটি লাল পতাকার মিছিল বের করা হয়, যেখানে স্থানীয় সিপিবি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি দুর্গাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের  সামনে এসে শেষ হয়। ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে এটি শ্রমিক শ্রেণির অধিকার, গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য কাজ করে আসছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতারা ভবিষ্যতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায়, আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আদিবাসী নেত্রী পার্বতী রিচিল, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31