পাইকগাছায় ইট ভাটা বন্ধের নির্দেশনায় চরম ক্ষতির সম্মুখে মালিক ও শ্রমিকরা
Spread the love

আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা উপজেলা প্রসাশন ৭দিনের মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার পর ভাটা মালিক ও হাজার হাজার শ্রমিকরা পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ভাটা মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে ধরেন।ভাটা মালিকরা জানান,আমাদের ভাটার ছাড়পত্র বা লাইসেন্স না থাকলেও। আমরা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি, এখন ভরা সিজন।এসময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে ভাটা মালিকরা।এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।আল্লারদান ( এডিবি) ব্রিকস এর মালিক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এসএকে ( মা) ব্রিকস এর মালিক রুহুল আমিন খাঁন, থ্রি-স্টার ব্রিকস এর-আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকস এর – জি,এম অহেদুজ্জামান,সরদার ( এমএসবি) ব্রিকস এর- কামাল সরদার, বিএকে ব্রিকস এর-এম মহিউদ্দিন খান,এসএম ব্রিকস( এসএম)- নাজমুল হুদা মিথুন ও বিসমিল্লাহ ( বিবিএম) ব্রিকস এর মালিক খলিলুর রহমান। সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন,বিগত ২০১২-২০১৩ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব,ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার,ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি। এসময় ভাটা মালিক আশরাফুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব। সব শেষ হয়ে যাবে। এছাড়া উপজেলায় ১৩ টি ভাটায় প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কাজ করছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এ লোকগুলো বেকার হয়ে পড়বে। আমরা ভাটা মালিকরা দেউলিয়া হয়ে পড়বো। ইটভাটা শ্রমিক আনিস গাজী জানান, ঈদের আগে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার পরিবারের লোকদের নিয়ে রাস্তায় বসতে হবে। আমাদের কথা ভেবে যদি চলমান এসিজনটা একটু সুযোগ সরকার দেয় তাহলে আমরা উপকৃত হব। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই। পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর-১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা মতে চলতি ৭ মার্চ এর মধ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31