
তৌহিদ : মাগুরার বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ নেতা এবং বিভিন্ন লড়াই-সংগ্রামের পরিচিত মুখ জহুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া..রাজিউন)। গতকাল ৫ মার্চ দিবাগত রাত ৩.৪৫ মিনিটে তিনি গ্রামের বাড়ি বেলনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর বেলনগরে জানাযা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের পিতা আব্দুল জলিল সর্দার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জহুরুল ইসলাম ছাত্রজীবনে স্থানীয় মাগুরা মহকুমা ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অধিনায়ক আকবর হোসেনের নেতৃত্বে আকবরবাহিনীতে যোগ দেন এবং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান করে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এ যোগদান করেন। তাঁর মৃত্যুতে মাগুরা জেলা জাসদ, সুরসপ্তক মাগুরা, আকবর হোসেন স্মৃতি পরিষদ, ঢাকার বুকে একখন্ড মাগুরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।










