আশুলিয়ায় হত্যা মামলার আসামি সন্ত্রাস ইয়াছিন গ্রেফতার
Spread the love

মোঃ মনির মন্ডল :  আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাস ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইয়াছিন (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নামে চাঁদাবাজি, অস্ত্র,মাদক ব্যবসা ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। গতকাল বুধবার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন (৩৬) আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার শহিদ মীরের ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকেলে ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাইপাইল এলাকায় বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা থেকে শুরু করে প্রায় সকল অপকর্মের সাথে লিপ্ত ছিলেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31