
মোঃ আল আমিন; জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আয়নাল ইসলাম, মো. আল আমিন এবং শহিদুল ইসলামের স্ত্রী মোছা. জহুরা বেগম।
ঘটনার পেছনের কারণ পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে মামলার বাদী আয়শা ছিদ্দিকার বাবা সাইদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনার দিন, গত ২৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আসামিরা সাইদুল ইসলামের বসতবাড়িতে প্রবেশ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে সাইদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন, ৩০ জানুয়ারি নিহতের মেয়ে আয়শা ছিদ্দিকা পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের বক্তব্য
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, “মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।”
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”










