বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ”সম্মাননা”পেয়েছেন তরুণ সাংবাদিক মো:সৌরভ শেখ।
Spread the love

ভিক্টর বিশ্বাস চিতা : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উপলক্ষে জমকালো আয়োজনে ২৮ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩.৩০ এ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর সেমিনার হলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন,প্রফেসর ড.এম এ সাত্তার-প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস এগ্রিকালচার টেকনোলজি,জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ-সাবেক তথ্য সচিব ও (শেরে বাংলার দৌহিত্র) প্রমুখ এর উপস্থিতিতে এবারের অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়ভাবে সাঁজানো হয় এবং গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতা এবং মানবাধিকার মানবিক কাজে বিশেষ অবদানের জন্য দৈনিক সংবাদ চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা -র প্রতিষ্ঠাতা পরিচালক মো:সৌরভ শেখ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়। সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে। ২০২১ সালে খুলনার হোটেল রয়েল থেকে যাত্রা শুরু করে ২০২২ সালে দরবার হলের বৃহৎ সাংবাদিকদের মিলনমেলার পর প্রথম ঢাকায়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এ এবার সংগঠনটির নিবেদিত সহযোদ্ধা শত শত সাংবাদিকদের উপস্থিতিতে ভালোবাসার সেতুবন্ধন মিলনমেলায় ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান এবং চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিক সৌরভ শেখ কে “সম্মাননা’ প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশের সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান জানান, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বণ্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত ভাবে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষ্যে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মকান্ড-কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি সম্মাননা পায় শত শত সাংবাদিকদের মিলনমেলার এই অনুষ্ঠানটিতে। আর কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31