
মাসুদ চৌধুরী সাঈদ ; মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে জামাল খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মানিকনগর এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফয়েজ আহমেদ।
তিনি জানান, জামাল খান দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাটি কেটে ড্রাম ট্রাকে বিভিন্ন জায়গায় সরবরাহ করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভিউ: ১৯৬










