
জাবির আহম্মেদ জিহাদ : আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলার পৌর শাখার উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ইসলামপুর উপজেলা জামায়াতের অফিস থেকে শুরু হয়ে ইসলামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর থানা শাখার আমির রাশেদুজ্জামান রাশেদ। এসময় আরও উপস্থিত ছিলেন— ইসলামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু মুসা, উপজেলা নায়েবে আমির মোহাম্মদ আমজাদ হোসাইন, পৌর আমির মোঃ মাসুম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। রমজানের পবিত্রতা বজায় রাখতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ভিউ: ২৪০










