
আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, “রমজান মাস আসলেই আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় এবং বিভিন্ন স্থানে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এই বছরে যেন জনগণের কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলীসহ বিভিন্ন ইউনিয়নের আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।










