
মাসুদ চৌধুরী সাঈদ ;বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শিবালয় বিএনপির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩ ঘটিকায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রচারণা সভা ও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মহাদেবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাইজুদ্দিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু, সহ-সভাপতি অহিদুজ্জামান মাবুল, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মিজানুর রহমান লিটন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান, শিবালয় উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিপু, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, শিবালয় উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী প্রমুখ। প্রধান অতিথি এস এ জিন্নাহ কবির বক্তব্যে বলেন, ছাত্র-জনতা আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে, তারই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি ঘোষিত ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ লিফলেট বিতরণ করা হয়।










