
মোঃ হাবিব : ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে গ্রুপ খোলাকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের দুই পক্ষের সংঘর্ষের চারজন আহত হয়েছেন। আহতরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও বিসিক শিল্পী নগরী এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলে। যার নাম জারুয়া গ্রুপ। এই গ্রুপের সদস্যরা একটি গোপন বৈঠক করে। বৈঠকে তারা সপ্তম সেমিস্টারে শিক্ষার্থীদের অর্থাৎ সিনিয়র ভাইদের তারা মান্য করবে না ও তাদের কথা শুনবে না এবং জুনিয়রদের নিয়ন্ত্রণেই চলবে ক্যাম্পাস। বৈঠক চলাকালে এমন একটি ভিডিও ক্যাম্পাসের সপ্তম সেমিস্টার শিক্ষার্থীরা পাই। এ ভিডিও দেখে সপ্তম সেমিস্টারের (সিনিয়র গ্রুপ) শিক্ষার্থীরা অপমানবোধ মনে করে। আজ ক্যাম্পাসে সকালে নবীনবরণ










