
মাসুদ চৌধুরী সাঈদ : মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরো সুসংগঠিত ও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে শিমুলিয়া ইউনিয়ন কৃষকদল এ কর্মী সভার আয়োজন করেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় জাতীয়তাবাদী তাঁতীদলের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও শিমুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। প্রধান বক্তা, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শিহাব চৌধুরী, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাবেল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, জেলা কৃষকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ লেবু মিয়া, শিবালয় উপজেলা কৃষকদলের সমন্বয়ক ও উলাইল ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী আলাল উদ্দিন আলাল, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আকতার হোসেন প্রমুখ।










