
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সাংবাদিকদের কাছ থেকে সম্মানিত, শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে সম্মানিত হয়েছেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
(মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ:) চুয়াডাঙ্গা জেলা শহরের একটি স্থানীয় মিলনমেলায় জেলার গণমাধ্যমকর্মীরা শরীফুজ্জামান শরীফ কে ফুলেল শুভেচ্ছা জানান। সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম ও সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের সাহসী ভূমিকা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের ভূমিকা শুধু সংবাদ সংগ্রহ ও প্রচারেই সীমাবদ্ধ নয়; বরং তারা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। তাই সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি জেলার সার্বিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও মত বিনিময় করেন এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা চুয়াডাঙ্গার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
উক্ত আয়োজনে চুয়াডাঙ্গার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক ও নবীন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।










