
মো গোলাম কিবরিয়া ; নড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০২:১৫ মিনিটের দিকে লোহাগড়া থানার পুলিশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দসী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে।
লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার-এর নেতৃত্বে এসআই মাসুদুর রহমান, এএসআই ইলিয়াস ব্যাপারী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) এবং তার ভাই বিপুল শেখ (৩৫)—কে আটক করা হয়। পরে বাবুল শেখের দেহ তল্লাশি করে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বাবুল শেখের বিরুদ্ধে মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে ১৪টি মাদকের মামলা। অপরদিকে, তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত তাদের আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এমন পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে শান্তি ও নিরাপত্তার আশার আলো জেগেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।










