
১৮৬০ সালের প্রতিষ্ঠিত গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াস, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার সকাল ১০টায় আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোল্লা জয়নুল আবেদীন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান জাহিদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মোঃ মনিরুজ্জামান। এ ছাড়া, শিক্ষক মোঃ মানিক মিয়া ও অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধির প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।
অভিভাবক তিনি বলেন মোঃ সোহাগ হোসেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে স্কুলের পাশাপাশি আমাদেরও দায়িত্ব নিতে হবে। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা উচিত, যাতে সন্তানদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে পারি।”অভিভাবক, মোছাঃ মর্জিনা বেগম,
বলেন “শুধু পরীক্ষার ফল ভালো করাই শিক্ষার মূল লক্ষ্য নয়, নৈতিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। আমরা চাই, আমাদের সন্তানরা ভালো মানুষ হয়ে সমাজে অবদান রাখুক।”
অভিভাবক মোছা: রহিমা খাতুন, বলেন “স্কুলের পরিবেশ অনেক ভালো, কিন্তু শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্তি কমাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।”
মোঃ রাসেল হোসেন, নবম শ্রেণি শিক্ষার্থী তিনি বলেন আমাদের স্কুলের শিক্ষকেরা খুবই আন্তরিক। তবে আমরা চাই, আরও বেশি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ক্লাস নেওয়া হোক। ডিজিটাল ল্যাব এবং লাইব্রেরির সুযোগ-সুবিধা আরও বাড়ানো দরকার।” শেষে প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি মোল্লা জয়নুল আবেদীন মাসুদ তার বক্তব্যে শিক্ষার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের আরো বেশি সক্রিয়ভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় নজর দেওয়ার আহ্বান জানান।
উক্ত সমাবেশ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।










