ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের বায়ুদূষণ বিষয়ক লার্নিংক্যাম্প
Spread the love

মোঃ মুক্তাদির হোসেন : শিশু-কিশোরীদের মধ্যে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের তত্ত্ববধায়নে শিশু ও কিশোর-কিশোরীদের সার্বিক পরিচালনায় টঙ্গী আরবান প্রোগ্রাম টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক লার্নিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশু ও যুব ফোরামের উদ্যোগে ৩০জন প্রশিক্ষিত শিশু ও কিশোর-কিশোরী প্রশিক্ষক হিসেবে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে দিনব্যাপী বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। উক্ত ক্যাম্পে ১০টি তাঁবুর মাধ্যমেঃ ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, সামাজিক পরিস্কার পরিচ্ছন্নতা, পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহারে ক্ষতিকর প্রভাব, বায়ু পরিবেশ, শব্দ দূষণ ও শব্দ দূষণ এর প্রভাব এবং প্রতিরোধ সহ নানাবিধ বিষয়ে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরা আইইউবিএটি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-“আমি সত্যিই অভিভ‚ত এমন অনন্য উদ্যোগের স্বাক্ষী হতে পেরে। বর্তমান সময়ে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান থাকা একান্ত আব্যশক, বিশেষ করে শিশু-কিশোরীদের মধ্যে। এ ধরণের ক্যাম্পে সকলের সরব অংশগ্রহণ বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে, যা সকলের জন্য অনুকরণীয় এবং এ ক্যাম্প অতি অল্প সময়ে অধিক শিশু-কিশোরীদের মাঝে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতা, পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান বিতরণে চমৎকার এক উদাহরণ হয়ে থাকবে।” অনুষ্ঠানের শেষ অংশে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, পরামর্শ গ্রহন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ইয়থ ফোরাম ও চাইল্ড ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31