
আলমডাঙ্গা নাগরিক কমিটির ভবিষ্যৎ কর্মসূচী নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় আলমডাঙ্গা বণিক সমিতির সভা কক্ষে মিজানুর রহমান শাবুর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সমিতির সদস্য সচিব হাবিবুল করিম চনচল প্রস্তাবিত কর্মসূচী যেমনঃ রমজান মাস উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার সাথে যৌথভাবে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচী, ইফতার মাহফিল সহ ঈদের পরের দিন দেশ-বিদেশে কর্মরত আলমডাঙ্গার বিশিষ্ট ও প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গকে “প্রাইড অব আলমডাঙ্গা” সম্মাননা প্রদান এবং আলমডাঙ্গাতে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, অডিটোরিয়াম নির্মাণ ও ভেটেরেনারী ইন্সটিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের আন্দোলন সংগঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আলমডাঙ্গার সন্তান জনাব প্রতাপ বিশ্বাস, কমিটির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মোঃ এমদাদ হোসেন সিনিয়র সদস্য সহকারি অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খোঃ সহিদুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বার এসোসিয়েশনের পরিচালক কামরুল ইসলাম হীরা, সহকারি অধ্যাপক আসিফ জাহান, ইতালী প্রতিনিধি আব্দুল্লাহ টিপু সুলতান, পোল্ট্রি ব্যাবসায়ী পারুক হোসেন, বিপ্লব হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার মুন্সী আবু হাসান, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সম্পাদক কামরুল হক রনি, আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিটন, গোলাম মোস্তফা বিশ্বাস, রেজাউল ইসলাম, মোঃ হাসিবুল হক, রাশেদুল ইসলাম, আব্দুর রশীদ মঞ্জু, ফাহমিদুর রহমান মুন, শোয়েবুর রহমান সোহেল, সাদ্দাম হোসেন সহ অন্যান্য সদস্যগন সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ।
সদস্য সচিব অন্যান্য সদস্যদের আলোচনার সূত্র ধরে বলেন দাবী উত্থাপিত না হওয়ায় এবং দাবীর পক্ষে এলাকার বিশিষ্ট সন্তানদের পরামর্শ, সুপারিশ ও আন্তরিক সহযোগিতায় শহরের অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হাসপাতাল, অডিটেরিয়াম স্থাপন ও ভিটিআই’য়ের উন্নয়ন হয়নি। তাই এখন এগুলো বাস্তবায়নে এলাকার বিশিষ্টজনদের এলাকার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সহযোগিতা নিতে স্থানীয়ভাবে মূল্যায়নে সম্মাননা প্রদানের এই উদ্যোগ কার্যকরী করতে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।










