
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানায় দায়েরকৃত মামলা নং-১০, তারিখ-১০ নভেম্বর ২০২৪, ধারা- 143/341/323/325/326/307/427/379/506/114/34 The Penal Code, 1860 এবং 3/4/6 The Explosive Substances Act, 1908-এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জেনারুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জেনারুল ইসলাম আলমডাঙ্গার নিমতলা গ্রামের বাসিন্দা এবং ৫নং গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক পদে রয়েছেন। তিনি মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।bআলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান
থাকবে।










